সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যদের মৃত্যুতে চরমোনাই পীরের শোক প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৬ ২০২০, ১৭:৪৪

ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের ইন্তেকালে জাতি একদল বীর সেনানী হারালো। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করুন এবং তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে আহত সেনা সদস্যদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, ঢাকা সাভার সেনানিবাস থেকে পদ্মা সেতু সেনানিবাস যাওয়ার পথে এক রিক্সা চালককে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে গেলে আজ সকালে রাজধানীতে এ দূর্ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তি