সংস্কৃতি কথা : জগলুল হায়দার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৬ ২০২০, ১১:৫৪

সংস্কৃতি কথা
জগলুল হায়দার

মাদ্রাসাতে পড়ে বলে করবা এদের হেলা
বলবা এরা মৌলবাদী মারবা পিছে ঠেলা
কিম্বা চাঁদু জঙ্গি বলে ট্যাগ লাগাবা পিঠে
চান্স মতো কিল বসাই দিবা দুরুম গাঁটে-গিঁটে?

বলবা এরা সংস্কৃতির কি বুঝে কন দাদা
মনে এদের মধ্যযুগ আর দিলের মাঝে কাদা?
বলবা এরা মুখ্খ আবার এলিট বহুত তুমি
বলবা এদের পাঠাই দিমু ধুসর মরুভূমি।

কিন্তু তুমি ক্যাডা দাদা ক্যাডায় তোমার গুরু
ভাবলে এসব কুঁচকে উঠে ইতিহাসের ভুরু।
তুমি তো সেই শিখণ্ডী হায় ম্যাকলে সাবের চেলা
ব্রিটিশ রাজের পায়ের নিচে কাটাচ্ছিলা বেলা।

তখন এরাই অস্ত্র ধরে কওম নিয়া লড়ে
ভূভারতে বুক চিতায়া দ্রোহের দফা গড়ে।
অলিউল্লাহ ফকির মজনু শরিয়তুল্লাহ আরো
দ্রোহের বারুদ জালাইছিলো মনে আছে কারো?

তোমরা যখন এ-বি শিখে হেবি রকম কুঁজো
তখন এরাই খুব সিনাটান সেই ইতিহাস খুঁজো।
এরাই জাতির ভ্যানগার্ড আর সেই আজাদীর গোঁড়া
গান্ধী জানেন এরাই ছিলেন গাড়ির আগের ঘোড়া।

সংস্কৃতির শিক্ষা এরা তোমার কাছে নিবে
তোমার নিজের নাই তো কিছুই কি আর তবে দিবে?
পশ্চিমা কয় সবক শিখা তোমার ময়ূর সাজা
তাতেই তুমি সাজছো দেশের সংস্কৃতির রাজা?

এসব ছেড়ে শ্রদ্ধা শিখো ওরে আদাব হারা
পুচ্ছ খসে গেলেই তখন কম্ম হবে সাড়া।

*মুখ্খ= মুর্খ।
*ম্যাকলে= ভারতবর্ষে ইংরেজি শিক্ষা তথা নেটিভদের মধ্যে থিকা অনুগত ‘কালো ইংরেজ’ তৈরির লক্ষ্যে গঠিত প্রথম শিক্ষা কমিশনের প্রধান।