শ্রেণীকক্ষে অশোভনীয় আচরণ : আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা বহিষ্কার

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৮ ২০১৯, ১৫:৩১

তাওহীদুল ইসলাম (কায়রো থেকে):

গত (শুক্রবার) ১২ এপ্রিল বিকালে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টারের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়-
শিক্ষা অনুষদের একটি শ্রেণীকক্ষে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন৷

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কায়রোর (পুরুষ শাখার) শিক্ষা অনুষদের অভ্যন্তরে অবস্থিত একটি শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন কোন এক প্রসঙ্গে ছাত্রদেরকে পোষাক খোলার মত অশোভনীয় ও লজ্জাজনক কর্মের নির্দেশ দেয়ার অপরাধে নির্দেশদাতা শিক্ষক ও ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নেয়৷ পাশাপাশি সুচারুরূপে শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফ্যাকাল্টি ডিন, শিক্ষা বিষয়ক উপপরিচালক ও বিভাগীয় প্রধানকে তাদের স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এবিষয়ে মিডিয়া সেন্টারের উপদেষ্টা সাংবাদিকতা অনুষদের ডিন ডক্টর গানাম সাঈদ বলেন, উক্ত ঘটনা আল-আযহার পরিচালনা বিষয়ক সংবিধানের আইন নং ১০০ এর ৭২নং ধারার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বিরোধী ও ঐতিহ্য ও মানহাজ পরিপন্থী হওয়ায় ফৌজদারি মামলার উপযুক্ত। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে৷

তিনি আরও বলেন, এ ধরণের অশোভনীয় কর্মকান্ডের সাথে জড়িত নির্দিষ্ট কিছু ব্যক্তি ৷ সুতরাং এর দায়ভারও তাদের উপর বর্তাবে ৷ আল-আযহার বিশ্ববিদ্যালয় ও তার মানহাজ এ ধরণের অশোভনীয় কার্যকলাপের প্রতিনিধিত্ব করে না৷ বরং আল-আযহার বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক-কর্মকর্তা ও লক্ষ লক্ষ শিক্ষার্থী এহেন অশোভনীয় কার্যকলাপকে ঘৃণাভরে প্রত্যাখান করে ৷