শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা নিয়ে ডা. তৃণার লেখা ১৩ পয়েন্ট

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৫ ২০২১, ২১:১৭

ডাক্তার সেলিনা ইসলাম তার নিজস্ব ফেসবুক আজ বিকেলে একটি স্বল্পদৈর্ঘ্য স্ট্যাটাস লিখেছেন। সেই স্ট্যাটাসে তিনি ১৩ টি পয়েন্টে যা তা বলেছেন তা হুবহু নিম্নে তুলে ধরা হলো:

আমি আজ পর্যন্ত কোনো কোনো স্ট্যাটাস দেই নি। কারণ আমি ফেসবুকের এইসব নোংরা মানসিকতার মানুষের সাথে কোনোভাবেই নিজেকে মিলাতে চাই নাই।
কয়েকটি ইস্যুতে আমি কথা বলতে বাধ্য হচ্ছি।

১. আমি ভয়াবহ ক্ষতিগ্রস্ত।
আমি যখন সংবাদ সম্মেলন করতেই যাই নি, তখনি আমার সুপারভাইজারকে ফোন করা হয় এবং বিষয়টি যথেষ্ট অপমানজনক। জানানো হয়, কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করে আমি কোনো ভাবেই সংবাদ সম্মেলন করতে পারি না। অথচ তখন আমার শাকিল আহমেদের সাথে কথা হয় যে জিনিসটা সমাধান করবো। সে অবস্থায় তিনি কোনোভাবেই তার স্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে পারেন না। ঘটনাচক্রে আমি রিজাইন দিতে বাধ্য হই। এবং সমাধানের আশ্বাস দিয়ে তিনি আমাকে অন্যভাবেও পুশ করান। তারপর আমি সংবাদ সম্মেলন করি।

২. দীপ্ত টিভি থেকে আমাকে মৌখিকভাবে নিউজ পড়তে যেতে মানা করা হয়েছে, সেটাও পরে জানা যায় সমস্যাটা কই।

৩. আমি কোনো ছবি লিক করি নি। বরং আমার একাউন্ট একাথিকবার হ্যাক করা হয়েছে ২৯ তারিখে।

৪. শাকিল আহমেদ বলেছেন, আমার বসুন্ধরা গ্রুপের সাথে যোগশাজস আছে। সেটা তারা প্রমাণ করুক!

৫. তিনি বলেছেন আমার বয়ফ্রেন্ডের লিস্ট। আমি কিন্তু তার গার্লফ্রেন্ড বিষয়ক কোনো কিছুই বলি নি।

৬. তিনি বলেছেন আমার আরটিভি থেকে চাকুরী গিয়েছে। আমার মনে হয় আরটিভির সিইও স্যারের সাথে কথা বললে বিষয়টা পরিষ্কার হবে।

৭. আমার চরিত্র হননের ব্যাপক ইনভেস্টিগেশন হচ্ছে। করেন। আমার আপত্তি নাই।

৮. একাত্তর টিভি নিয়ে আমার কোনোই আক্রশ নাই।

৯. আমি রুপা আপা অথবা নাজনিন মুন্নী আপার বিষয়ে কিছুই কোথাও বলি নাই।

১০. আমি কি কি হারিয়েছি তার একটা লিস্ট প্রকাশ করলে নিজেরাও বুঝবেন আমি এখন কোন পর্যায়ে আছি।

১১. আমাকে বলা হয়েছে রুপা আপা দেশে আসলে তুমুল লড়াই চলবে। সেক্ষেত্রে আমি শক্তিশালী কারণ আমার আর হারানোর ভয় নাই।

১২. শাকিল আহমেদের প্রতি আমার একটাই কথা, আপনার পাশে আপনার শক্তিশালী ওয়াইফ আছেন। বিশাল পরাশক্তি আছে। আপনি আপনার যায়গায় ঠিকি বহাল থাকবেন। কিন্তু, আজ আমি চাকরি হারা, ক্যারিয়ার হারা, সংসার ছাড়া শূণ্যহাতে দাড়িয়ে থাকা একজন মানুষ। আমার ৪ বছরের শিশু সন্তান একবার ভেবে দেখেছেন কি করেছেন আপনি? আমার যেহেতু কিছুই নাই আমার লড়তে সমস্যা নাই।
আর আপনি জানেন আমি ক্যান্সার জয় করা মানুষ!

১৩. পরিশেষে, আমিও সংবাদ জগতের মানুষ, বাইরের কেউ নই। এই জিনিসটা সাংবাদিক ভাই-বোনেরা যেন মনে রাখেন-এই অনুরোধ জানাই।