রেঙ্গা মাদ্রাসায় খিদমাহর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং : ৬ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৭ ২০১৯, ২২:৪৫

সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার তিন দিনব্যাপী শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন ‘খিদমাহ ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে জনসচেতনতা তৈরি ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে তিন দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ইসহাকের পরিচালনায় তিন দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-এর উদ্ভোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মারকাযুল হিদায়া সিলেট’র শিক্ষাসচিব মাওলানা আবদুর রহমান কফিল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি নূরুযযামান সাঈদ, সেক্রেটারি জাহাঙ্গীর রায়হান, জয়েন্ট সেক্রেটারি ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মুস্তাকিম আল মুনতাজ, জুবায়ের আহমদ জুবেল, প্রচার সম্পাদক হিফজুর রহমান, জৈন্তাপুর উপজেলা শাখা পরিচালক মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পরিচালক আলাউদ্দীন সারওয়ার, নবীগঞ্জ উপজেলা শাখার সহকারী পরিচালক লাবিব শাহেল, কুলাউড়া উপজেলা শাখার সহকারী পরিচালক আবদুস সামাদ, ইসলামপুর উপ-শাখা পরিচালক মাহবুব বিন হাবীব, সদস্য ছড়াকার হাম্মাদ তাহমীম, মুয়াজ বিন এনাম, মুহীব নাদীম, আদিব আহমদ, আরিফুর রশীদ, মাহদি হাসান জিহাদ, আলী মর্তুজা, মিজানুর রহমান, ইমরান আহমদ, জাহিদ আহমদ, মিনহাজ আহমদ মিনার, বায়জিদ আহমদ মারুফ, তানজির আহমদ সোহান, আল-আমীন, মুস্তাকিম আমীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন গোয়াইনঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দৈনিক জালালাবাদের বিভাগীয় সম্পাদক ইকবাল হাসান জাহিদ, আইকন ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দীক, আল-হাসানাহ রক্তদান সোসাইটির পরিচালক মুহাম্মাদ সাইম উদ্দিন, সহকারী পরিচালক ইমাদ বিন রফিক, ফুড ব্যাংকিং এর এডমিন আমিনুল ইসলাম, সাহিত্য সাময়িকী মাসিক ছন্দপাতার সম্পাদক হাসান মাহমুদ, সহকারী সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

তিন দিনব্যাপী ক্যাম্পিং-এ প্রায় ৬’শতাধিক বিভিন্ন শ্রেণির মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এবং খিদমাহর কাজে অনুপ্রাণিত হয়ে প্রায় ৪’শতাধিক লোক সদস্য হন।

উল্লেখ্য যে, খিদমাহ ব্লাড ব্যাংক ২০১৬ সালের ১৩ আগস্ট যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্তদানে উদ্বুদ্ধ করা, জনসচেতনতা তৈরির লক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সেই সাথে মুমূর্ষু রোগীদেরকে বিনামূল্যে রক্তদানের মতো মহৎ কাজেরও আঞ্জাম দিয়ে আসছে।