জুবায়ের নাবিলের ছড়া ‘রূপময় শরৎ’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১১ ২০২২, ২৩:১৮

রূপময় শরৎ 

জুবায়ের নাবিল


রূপময় বাংলায় শরৎ ঋতু

বর্ষার অবসানে খোশ তো মিতু

স্নিগ্ধতা নিয়ে তার হচ্ছে আসা

মনরাঙা হাসি এসে বাঁধলো বাসা৷

বেড়ায় আকাশ জুড়েই শুভ্র মেঘে

আমনে বইছে হাওয়া প্রবল বেগে

সবুজের সমারোহ মাঠেই আঁকা

প্রকৃতির টান থাকে হৃদয়ে রাখা।

প্রকৃতি নানান সাজে নেই তার তুল

ভিন্ন ফুলের মাঝে আছে কাশফুল

পাখি সব ঝাঁক বেঁধে ফিরে যায় নীড়

দূর্বাঘাসেই মিলে হালকা শিশির।

বিলের মাঝেই দেখি শাপলাও লাল

ফল মিলে আমলকী, জলপাই, তাল

শরতের জোৎস্নার মোহিত এ রূপ

এই সব দেখে লোকে হয় নিশ্চুপ।

 

১১ আগস্ট ২২

বিকাল ০৩.৩৭