রাশেদ খান মেনন, বিষবৃক্ষ বলে শুধু নবী (সাঃ) এর শিক্ষাকে কটাক্ষ করেন নাই সে জাতীয় সংসদের বিরুদ্ধে কথা বলেছে – অধ্যাপক আব্দুল কাদির সালেহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০১৯, ০১:১৭

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দ্বি মাসিক নির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, রাশেদ খান মেনন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তথা জাতীয় সংসদে কওমি মাদ্রাসা কে বিষবৃক্ষ বলে শুধু নবী (সাঃ) এর শিক্ষাকে কটাক্ষ করেন নাই সে জাতীয় সংসদের বিরুদ্ধে কথা বলেছে।
যে সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কওমি মাদ্রাসার শিক্ষা দাওরায়ে হাদিসের স্বীকৃতি সর্বসম্মতক্রমে আইন পাস করা হয়েছে। সেই সংসদে দাড়িয়ে মাদ্রাসা কে বিষবৃক্ষ বলে মেনন স্বীকৃতি কারীদের উপর এসিড নিক্ষেপ করেছে। মেনন তার বক্তিতায় সংসদের শপথ ভঙ্গ করেছে, তার সংসদ সদস্য পদ বাতিল করে দ্রুত শাস্তি দেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, রাশেদ খান মেনন, হেফাজতের আমির বর্ষীয়ান আলীমে দ্বীন, আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে শুধু ধৃষ্টতা করে নাই সে আলীম উলামাদের সাথে কটাক্ষ করেছে। সে ইসলামের হুকুম কে মোল্লাতন্ত্র বলে ধর্ম অবমাননার অপরাধ করেছে এর জন্য তার বিচারের দাবি জানান।

দেশের কওমি মাদ্রাসা তা জাতীয় শিক্ষা, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের শিক্ষা। লক্ষ লক্ষ ছাত্র এতে কুরআন-হাদিস নিয়ে পড়াশোনা করেন। ইসলামিক ধর্মীয় অনুশাসনের মধ্যে তাঁদের জীবন পরিচালিত করে। এই শান্তি শিক্ষার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।

গত ৯ মার্চ ২০১৯, ইস্ট লন্ডনস্থ আলহুদা সেন্টারে বিকাল ৮ ঘটিকায় খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় এতে শুরুতে দারসে কোরআন পেশ করেন তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক হাফিজ শেখ মুস্তাক আহমাদ।
এতে উপস্তিত ছিলেন, শাখার সহ সভাপতি মুফতী তাজুল ইসলাম, সহ সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা এনামুল হাসান ছাবির, সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকির, নির্বাহ সদস্য সৈয়দ কবির আহমদ, লন্ডন সিটির সভাপতি, হাড়িকান্দি মাদরাসার প্রেন্সিপাল হাফিজ মাওলানা এনামুল হক, মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দীন প্রমুখ।