রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮ দফা দাবি মেনে নিন: খেলাফত মজলিস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২১ ২০২৩, ১৯:৪৭

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংকট নিরসনের লক্ষ্যে বিগত ১১ ফেব্রুয়ারি’২৩ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে ঘোষিত খেলাফত মজলিসের ৮ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ মে শনিবার সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খেলাফত মজলিসের ৮দফা দাবি হচ্ছে:—

১। ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা।

২। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।

৩। নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।

৪। দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা।

৫। গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা।

৬। রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ।

৭। পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা।

৮। বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকুরীতে নিয়োগ দান।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, ডাঃ এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক- এডভোকেট মিজানুর রহমান, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক এ এস এম খুরশীদ আলম, মাওলানা শেখ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মুহাম্মদ মোসাদ্দেক, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডা. আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, সহকারী অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহকারী সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী, সহকারী দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, সহকারী আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাইখুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মাওলানা সাঈদ আহমদ, হাফেজ মাওলানা আবু সালমান, আবু আদিবা, মাওলানা আহমদ বিলাল, হাজী নূর হোসেন, মাওলানা আফতাব উদ্দিন, হাফেজ মাওলানা জিন্নাত আলী, মোঃ সিরাজুল ইসলাম, কাজী ফিরোজ আহমদ, মাওলানা নেহাল আহমদ, অধ্যক্ষ আবদুল হান্নান, অধ্যাপক মাওলানা আজিজুল হক-সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ, অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার-সভাপতি ঢাকা মহানগরী উত্তর, আবুল হোসাইন – সাধারণ সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক- সাধারণ সম্পাদক ঢাকা মহানগরী উত্তর প্রমুখ।