মৌলভীবাজারের জুড়ীতে ২২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৭ ২০২১, ২১:৫৬

জহিরুল ইসলাম সরকার, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর হতে যাচ্ছে দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। রবিবার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সদর জায়ফরনগর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সুহেল আহমেদ। এছাড়াও গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।

পশ্চিমজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, স্বতন্ত্র প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন।

পূর্বজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন নৌকার প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ, ওবায়দুল ইসলাম রুহেল, জাবের উদ্দিন।

উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম, মোস্তাক খান, মোঃ সবুজ মিয়া, ওয়াছির উদ্দিন আহমেদ, সুহেল আহমেদ।

সাগরনাল ইউনিয়নে‌ মনোনয়ন জমা দিয়েছেন নৌকার প্রার্থী আব্দুল নূর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান।