মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে তালেবান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৮ ২০২২, ১৪:২৮

মার্চের শেষের দিকে আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলবে বলে জানিয়েছেন তালেবানের একজন শীর্ষ নেতা। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এপিকে জানান, আগামী ২১ মার্চ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

যদিও আনুষ্ঠানিকভাবে নারীদের শিক্ষা নিষিদ্ধ করেনি তালেবান। কিন্তু আফগানিস্তানের কিছু অঞ্চলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করার অভিযোগ আছে।

ক্ষমতায় আসার পর আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চলে সপ্তম শ্রেণির ঊর্ধ্বে মেয়েদের পড়াশোনার অনুমতি দেয়নি তালেবান।

নারীদের শিক্ষার জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই মন্তব্য করে তালেবান সরকারে মুখপাত্র মুজাহিদ বলেন, ‘আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি, যাতে স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা যায়।’

তালেবান শিক্ষার বিরুদ্ধে নয় দাবি করে মুজাহিদ আরও বলেন, ‘অনেক প্রদেশে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আছে। কিন্তু কিছু জায়গায় তা বন্ধ আছে। অর্থনৈতিক সংকট এবং কাঠামোগত কারণে সমস্যা হচ্ছে। জনবহুল এলাকায় সমস্যা সমাধানের জন্য আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে।’

উল্লেখ্য, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র ১২টিতে সপ্তম শ্রেণির ঊর্ধ্বে মেয়েরা শ্রেণিকক্ষে পাঠ নিতে পারে।