মারকাযুদ দাওয়ায় ৯ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৮ ২০২১, ০০:০৭

আজ সকাল ১১টায় মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা’র প্রধান দফতর ভবন (পল্লবীতে) নবনির্মাণের কাজ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়।

দোয়ার আগে আলোচনা করেন মারকাজের রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ সাহেব, মারকাযুদ দাওয়াহর আমীনুত-তালীম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব, মুফতি মুহাম্মদ ইয়াহইয়া সাহেব ও মাওলানা শরীফ মুহাম্মদ প্রমুখ।

এই মজলিসে উপস্থিত ছিলেন মারকাযুদ দাওয়াহ’র কিছু শিক্ষক-ছাত্রের পাশাপাশি পল্লবী এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে আগত অল্প ক’জন মারকায- শুভাকাঙ্খী ওলামায়ে কেরাম ও দিলদার/ দ্বীনদার ভাই বেরাদার। কাজের সূচনা হিসেবে মাটি কাটার কাজে সবাই শরিক হন। মজলিস শেষে দোয়া করেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক সাহেব। তাঁর সঙ্গে দোয়ায় অন্যরা শরিক হন।

২০০৬ সাল থেকে পল্লবীর ৩০/১২ নম্বরের এই ভবনটিতে মারকায-এর কার্যক্রম স্থানান্তরিত হয়। [পল্লবীর এই জমি ও ভবনের দাতা অধ্যাপক ডক্টর আনোয়ারুল করীম রহ.।] নতুন নির্মাণের উদ্দেশ্যে প্রাচীন ভবনটি কয়েক মাস আগে ভেঙে ফেলা হয়। সেই জায়গাতেই রাজউকের অনুমোদিত প্লান অনুযায়ী ৯ তলা ভবনের কাজের আজকে উদ্বোধন হলো।

উদ্বোধনী দোয়ার মজলিসে মারকাযের সকল খায়েরখাহ-শুভাকাঙ্খিদের প্রতি দোয়া করার আবেদন জানানো হয়েছে।