মাদ্রাসা সুপার মাওলানা যুবায়ের আহমদ হত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে
একুশে জার্নাল
আগস্ট ২১ ২০২৫, ২০:৫৩

সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র ও সনামধন্য তানজিনা বেগম আলীয়া মাদ্রাসার সহকারী সুপার মাওলানা যুবায়ের আহমদের নৃশংস হত্যাকান্ডের বিচার দাবী করেছে সিলেট আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্য।
গত ১৪ আগষ্ট বৃহষ্পতিবার লন্ডন সেন্টার ফর ইসলামিক গাইডেন্স এর একাডেমিক হল রুমে অনুষ্ঠিত পরিষদের এক্সিকিউটিভ কমিটির সভায় এ দাবী জানানো হয়।সভায় এও বলা হয় যে মাওলানা যুবায়ের আহমদ ছাত্রজীবন থেকেই বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি তার বন্ধু মহল ও প্রতিবেশীদের নিকট একজন ভদ্র সদালাপী ও দায়িত্ববান হিসেবে পরিচিত ও সমাদৃত ছিলেন।একজন অল্প বয়সী যুবক তুচ্ছ ঘটনার সুত্রে তাকে যে নির্মমভাবে হত্যা করেছে নি:সন্দেহে তা আমাদের সমাজব্যবস্থার অধ:পতনের চিত্র তুলে ধরেছে।
মাওলানা যুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাতে যে ভাবে হত্যা করা হয়েছে তার মটিফ দেখলে বুঝা যায় এই হত্যাকান্ড পূর্ব পরিকল্পিত।
পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ
এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, যুগ্ম সম্পাদক মাওলানা সুলেমান আলী পীর, সহ সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম তালুকদার,শিক্ষা সম্পাদক মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী,এক্সিকিউটিভ সদস্য মাওলানা মঈন উদ্দিন ও
মাওলানা সৈয়দ জামাল আহমদ।