মাদকমুক্ত বাংলাদেশ চাই, কবি আবদুল হাকিম ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩১ ২০১৮, ১৬:২১

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; ‘মাদক ও সন্ত্রাস নির্মূলে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন- মাদক নির্মূলে জনপ্রতিনিধি ও প্রশাসন একাকার হয়ে কাজ করা ব্যতিরেকে বাংলাদেশকে মাদকের দাবানল থেকে মুক্ত করা দূরুহ কাজ। সরকারের বিশেষ অভিযানে মাদক থমকে দাঁড়ালেও শেষ হয়ে যায় নি। মাদকের সাথে সম্পৃক্ত গডফাদারদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। বক্তাদের সবার মূল কথায় ছিল “মাদমুক্ত বাংলাদেশ চাই”।

কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক শুভ সূচনা উপলক্ষে আয়োজিত উক্ত সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে উপাচার্য্যরে কার্যালয়ের একজন কর্মকর্তা অধ্যক্ষ মুকতাদের আজাদ খানকে অবহিত করেন।

আজ ৩১ অক্টোবর ২০১৮ বুধবার, বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন- কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অধ্যাপক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।

কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহীন সোহেলের পরিচালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন- চট্টগ্রাম কবিতা পরিষদের সভাপতি আরিফ চৌধুরী, ক্লিন বাংলাদেশের সভাপতি লায়ন আবু ছালেহ, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. জামাল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাশেমী, দৈনিক গিরিদর্পণের সি.আর বিধান বড়ুয়া, কালের ছবি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ গোলাম মোস্তফা তালুকদার, উপস্থাপক স ম হাবিবুর রহমান, সাংবাদিক তরুণ বিশ্বাস অরুন, শীপক কুমার নন্দী, পরিমল দে, মাসিক চকবাজার সম্পাদক এস ডি জীবন, দৈনিক আমাদের চট্টগ্রামের স্টাফ রির্পোটার সরওয়ার উদ্দিন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ।

প্রসঙ্গত, মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি বঙ্গবাণী খ্যাত আবদুল হাকিম ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপ উপজেলার সুধারাম গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৬৯০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর বঙ্গবাণী কবিতাটি ১৬৮৮ খ্রিস্টাব্দে রচিত।