মাত্র সাড়ে চার মাসেই পুরো কুরআন মুখস্থ করলেন হাটহাজারীর ফরহাদ হুসাইন!

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০১৮, ১৩:০০

মাত্র সাড়ে চার মাসে পবিত্র কুরআন হিফজ করে কৃতিত্ব অর্জন করেছে মুফতী মুহাম্মাদ আলী কাসেমী’র প্রতিষ্ঠিত হাটহাজারী থানাধীন মেখল এশায়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মাদ ফরহাদ হুসাইন৷

ইচ্ছে আর চেষ্টা থাকলে উপায় হয় এ কথাকে সত্য এবং বাস্তব প্রমাণ করেছে হাফেজ ফরহাদ৷ সাধারণত অনেকেই ধারণা করে থাকে যে, কেবলমাত্র শিশু বয়সেই হিফজ পড়তে হয়৷বয়স বেড়ে গেলে হিফজ করা যায় না বা সম্ভব নয়৷হাফেজ ফরহাদ পূণঃপ্রমাণ করেছে যে, এ ধারণা সঠিক নয়, ভুল৷ ইচ্ছে থাকলে এবং চেষ্টা করলে আল্লাহর রহমতে যে কোন বয়সে হাফেজ হওয়া সম্ভব৷

হাফেজ ফরহাদ হাটহাজারী থানার পূর্ব দেওয়ান নগর ১১ মাইল নিবাসী জনাব মুহা.সোলাইমানের ছেলে ৷

সে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস( মাস্টার্স) সম্পন্ন করে বর্তমানে হিফজ পড়ার পাশাপাশি ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২ য় বর্ষে হাদীস এন্ড ইসলামীক স্টাডিজে অধ্যয়নরত আছে৷

হাফেজ ফরহাদের ব্যাপারে জানতে চাইলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মাদ আলী কাসেমী ইনসাফকে জানান, ফরহাদের হিফজ সমাপনীটা সত্যিই আনন্দ ও অনেক বড় কৃতিত্বের বিষয়৷আমাদের হিফজ বিভাগে সাধারণত বড় ছাত্র ভর্তি করি না৷ কিন্তু পবিত্র কুরআন হিফজের প্রতি ফরহাদের আগ্রহ উদ্দীপনা এতো বেশি ছিল যে, আমার প্রায় বাধ্য হয়েই ফরহাদকে হিফজ বিভাগে ভর্তি করেছি৷ আলহামদুলিল্লাহ স্বল্প সময়ে সে হিফজ সমাপ্ত করে কৃতিত্ব অর্জন করেছে৷

হিফজ বিভাগীয় প্রধান ও ফরহাদের শিক্ষক মাওলানা হাফেজ শহিদুল করীম জানান, দাওরায়ে হাদীস শেষ করে অনার্স করা অবস্থায় স্বল্প সময় মাত্র চার মাস বিশ দিনে ফরহাদ হিফজ সমাপ্ত করেছে৷ফরহাদ গড়ে দৈনিক ৫ পৃষ্টা সবক শুনাতো৷ আমার দৃষ্টিতে তার এ কৃতিত্ব বিরল৷ দুআ করি আল্লাহ তার ভবিষ্যত উজ্জ্বোল করুন৷

আলেম হওয়ার পর অনার্সে অধ্যয়নরত থেকেও স্বপ্ল সময়ে কিভাবে হাফেজ হলেন জানতে চাইলে ইনসাফের হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমদকে হাফেজ ফরহাদ বলেন, আমার মা-বাবার আশা ছিল হাফেজ হবো৷ কিন্তু ছোট বয়সে বিভিন্ন কারণে তা সম্ভবকর হয়নি৷ হাদীসের কিতাবে হাফেজে কুরআনের ফজিলত ইত্যাদি পড়ে হাফেজ হওয়ার নিয়্যত করে ফেলি৷ কিন্ত সাধারণের তুলনায বয়স বেশি হওয়ায় পারব কিনা তা নিয়ে একটু টেনশনে ছিলাম৷ আল্লাহর উপর ভরসা করে সর্বোচ্চ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে স্বল্প সময়েই হিফজ শেষ করেছি৷

বয়স বেশি হওয়া হিফজের প্রতিবন্ধক নয় জানিয়ে ফরহাদ বলেন, অনেকেই মনে করে ছোট কালেই হিফজ করতে হয়৷ বয়স বাড়লে হিফজ করা যায় না৷ এ কথা সঠিক নয়৷আমার অভিজ্ঞতা থেকে বলছি, বয়স বেশি হওয়া হিফজের প্রতিবন্ধক নয়৷ বরং ইচ্ছা এবং চেষ্টা থাকলে যে কোন বয়সে পবিত্র কুরআন হিফজ করা সম্ভব৷

এশায়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন নুরানী মাদরাসা উত্তর চট্টগ্রামের সর্বপ্রথম সফল নুরানী শিক্ষা প্রতিষ্ঠান৷ ১৯৯৬ সনে দক্ষিণপূর্ব মেখল গণীব্রিজ সংলগ্ন খালের পাড়ে দারুল উলুম দেওবন্দের ফাজেল মুফতী মুহাম্মাদ আলী কাসেমী এ মাদরাসা প্রতিষ্ঠা করেন৷ফাতিমাতুয যাহরা নামে এর বালিকা শাখাও খোলা হয়৷ মনোরম পরিবেশে, প্রশিক্ষিত, বিজ্ঞ শিক্ষক মন্ডলীর সার্বিক তত্বাবধানে বর্তমানে বালক বালিকা উভয় শাখায় নুরানী, হিফজ ও কিতাব বিভাগে ছয় শতাধীক ছাত্র ছাত্রী পড়াশুনা করছে৷