মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১২ ২০২১, ১৯:১৫

রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি: মা‌কে হত‌্যার দা‌য়ে অভিযুক্ত ছে‌লে‌কে ফাঁসি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডের আ‌দেশ দি‌য়ে‌ছে আদালত। মঙ্গলবার (১২ জানুয়া‌রি) দুপু‌রে কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আ‌দেশ দেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, জেলার রাজারহাট উপ‌জেলার সাত‌ভিটা গ্রা‌মের সোলায়মান আলীর ছে‌লে  মন্তাজুল আলমের (৩৬) বিবা‌হিত স্ত্রী তা‌কে ছে‌ড়ে চ‌লে যায়। এতে তিনি কিছুটা অপ্রকৃ‌তিস্থ হ‌য়ে প‌ড়েন। এরপর তিনি দ্বিতীয় বি‌য়ের দা‌বি‌তে প্রায়ই পা‌রিবা‌রিক ক‌লহ সৃ‌ষ্টি কর‌তে থা‌কেন।

২০২০ সালের ২০ মার্চ দুপু‌রে মন্তাজুল দ্বিতীয় বি‌য়ের দা‌বি‌তে তার মা‌ মে‌হেরজান বেগম মিনু‌কে (৫৮) চাপ দি‌তে থা‌কেন। এসময় তার মা এতে অস্বীকৃ‌তি জানা‌লে তিনি বা‌ড়িতে থাকা কুড়াল নি‌য়ে মাকে কু‌পি‌য়ে জখম ক‌রেন।

এ সময় মা মে‌হেরজা‌নের চিৎকা‌রে প্রতি‌বেশীরা এগি‌য়ে এলে পা‌লি‌য়ে যান মন্তাজুল। পরে ঘটনাস্থ‌লেই মৃত্যু হয় মে‌হেরজান বেগমের। প‌রে স্থানীয়রা অ‌ভিযুক্ত মন্তাজুল‌কে আটক ক‌রে পু‌লি‌শে দেয়।

এ ঘটনায় নিহ‌তের স্বামী ও অভিযু‌ক্তের বাবা ‌সোলায়মান আলী বাদী হ‌য়ে ‌ছে‌লে মন্তাজুল‌কে আসা‌মি ক‌রে রাজারহাট থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন।

পু‌লিশ প্রতি‌বেদন (চার্জশিট) ও মামলার শুনা‌নি‌তে মন্তাজুল আল‌মের বিরু‌দ্ধে অভি‌যোগ স‌ন্দেহাতীতভা‌বে প্রমা‌ণিত হওয়ায় আদালত আসা‌মি‌কে ফাঁসি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডের আ‌দেশ দেন।

পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।