মাওলানা আব্দুল আজিজ রহ. স্মরণে যুক্তরাজ্য বাংলাদেশ খেলাফত মজলিসের ভার্চুয়াল কনফারেন্স

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৮ ২০২০, ০১:০৫

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা, বৃটেনের অন্যতম প্রবীণ শীর্ষ আলেম শায়খ মাওলানা আব্দুল আজিজ রহ. এর স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে মরহুমের জীবন ও কর্ম শীর্ষক ভার্চুয়াল এক কনফারেন্স ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি,মরহুম শায়খ মাওলানা আব্দুল আজিজ রহ. এর বড় সাহেবজাদা শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় গতকাল ১৬ নভেম্বর সোমবার রাতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে মরহুম শায়খ মাওলানা আব্দুল আজিজ রহ. এর জীবন ও কর্মের উপর আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারি,বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য,হযরত ফেদায়ে মিল্লাত রহ. এর খলিফা শায়খ মাওলানা মুহাম্মদ তরিকুল্লাহ,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য মাওলানা ইমাম ফরিদ আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ সেক্রেটারি ও শায়খ মাওলানা আব্দুল আজিজ রহ. এর দ্বিতীয় সাহেবজাদা ব্যারিস্টার মাওলানা বদরুল হক,যুক্তরাজ্য শাখার সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে এর সেক্রেটারি মুফতি বুরহান উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, মিডল্যান্ড শাখার সিনিয়র সহ সভাপতি হাফিজ মনসুর রাজা,লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিজ শহির উদ্দিন,লিডস শাখার সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, স্পেন শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী, ওল্ডহ্যাম শাখার দায়িত্বশীল মাওলানা বুরহান উদ্দিন প্রমূখ ।

কনফারেন্সে আলোচক বৃন্দ বলেছেন, শায়খ মাওলানা আব্দুল আজিজ রহ. সুন্নতে নববীর উজ্জ্বল এক নমুনা ছিলেন। আমৃত্যু দ্বীন ও ইসলামের বহুমুখী খিদমত আন্জাম দিয়ে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দরদী অভিভাবক। আমৃত্যু আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।তাহার ইন্তেকালে আমরা প্রকৃত দরদী এক অভিভাবক কে হারালাম।তাহার জীবন আমাদের জন্য অনুকরণীয়। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত ও দরজাহ বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা মুহাম্মদ তরিকুল্লাহ (হাফিজাহুল্লাহ) ।