ভয়ের কারণে দ্বীনের কাজ পরিত্যাগ করা যাবে না —মুফতী রশিদুর রহমান ফারুক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৩ ২০২২, ২১:৩৯

আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর মুফত রশিদুর রহমান পীর সাহেব বরুণা বলেছেন, আমরা কর্মের ব্যাপারে দক্ষতা অর্জন করবো। কর্মের দক্ষতা না থাকলে সফলতা আসবে না। কোনো প্রকার ভয়ের কারণে দ্বীনের কাজ আঞ্জাম দেওয়া ছাড়া যাবে না। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রা. এর মত শপথ নিয়ে দ্বীনে ইসলাম এর হেফাজতের জন্য নিজেকে প্রস্তত করবেন।

আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭বছর পূর্তী উপলক্ষে সিলেটের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার মনোভাব ও আশ্বাসে তিনি সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং কর্মীদের সুসংগঠিত হওয়ার আহবান জানান।

সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর দরগাগেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমীর আল্লামা সাইদুর রহমান বর্ণবী, দারুস সালাম মাদরাসার মুহতামিম ও শায়খুল আল্লামা ওলিউর রহমান, শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট জেলা শাখার আমীর আল্লামা আব্দুল কাদির বাগরখালী, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান রুস্তমপুরী, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুদ্দিন কাসেমী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নাইবে নাজিম মাওলানা সা’দ আমীন দেওবন্দী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা নূর আহমদ কাসেমী।

সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি এর যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরী, সহসভাপতি কারী আবদুল মতিন, সহসভাপতি মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন সুনামগঞ্জী, মাওলানা আহমদ সগীর, মুফতি জিয়াউর রহমান, মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী, মাওলানা মঞ্জুর রশীদ আমিনী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পীর আবদুল জব্বার, দারুল হুদার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাহবুব আহমদ, অর্থসম্পাদক আলহাজ্ব ইয়াহিয়া তানজিল, নির্বাহী সদস্য মাওলানা আবদুল হান্নান, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।

উল্লেখ্য, আগামী ১৭-১৮ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দুদিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমা অনুষ্ঠিত হবে।