ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করুন: মাওলানা রেজাউল করিম জালালী 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৬ ২০২২, ১৩:০৮

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ নির্বাহী সভা ১৫ মে রবিবার সন্ধ্যায় লালদিঘীপারস্থ দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন,ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন।আকাশছোঁয়া অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে।

তিনি আরো বলেন, তথাকথিত ‘গণকমিশন’ নামের ভূঁইফোর একটি সংগঠন দেশের আলেম-উলামাদের সাথে বেয়াদবী করছে।অন্যায় অভিযোগ দায়ের করার অপতৎপরতা করেছে।ওরা দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে।‘গণকমিশন’র মূল নেতৃত্ব অনৈতিকতার সাথে যুক্ত।তাদের অন্যায় ও বেয়াদবিমূলক আচরণ তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার আলী।

নির্বাহী সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন,সহ-সভাপতি মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা ক্বারী উবায়দুর রহমান, মাওলানা আব্দুল মালিক,মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী,মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ,মাওলানা গোলাম রব্বানী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা ডা.মুস্তফা আহমদ আজাদ,হাফিজ মাওলানা এখলাছুর রহমান,মোঃআব্দুল গফফার, সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, বায়তুল মাল সম্পাদক মুফতী সৈয়দ নাছির উদ্দীন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব,সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আছাদুজ্জামান,মাওলানা আফতাব উদ্দিন নোমানী,মাওলানা ফয়জুন নূর,মাওলানা সামছুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ১১ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ৭ম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন সফলের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।