ভিডিও কনফারেন্সে ১৯টি প্রকল্প উদ্বোধন করেন ওবায়দুল কাদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৩ ২০২০, ১৪:৫৩

এম.এস আরমান, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও ৯০ জন নেতা-কর্মীদের মাঝে নগদ আর্থিক সহায়তা করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ( বীর মুক্তি যোদ্ধা) খিজির হায়াত খান এর সভাপতিত্বে উক্ত প্রকল্প উদ্ভোধন ও নেতা কর্মিদের সহায়তা প্রদান করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী অনুদান প্রদান শেষে কোম্পানীগঞ্জে দলের ত্যাগী নেতাকর্মী যারা মৃত্যু বরণ করেছেন মরহুম কাজী আমিরুল ইসলাম,মরহুম আমানত উল্যাহ,মরহুম নূর আহাম্মদ চৌধুরী,মরহুম নূর নবী কমান্ডার, মরহুম মিজানুর রহমান সাজু,মরহুম আব্দুল মতিন লাতু,মরহুম রেয়াজুল হক লিটনকে শ্রদ্ধাভরে স্বরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সু-প্রভাত চাকমা,কোম্পাানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম,

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারন সম্পাদক নুরনবী চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এ বি এম সিদ্দিক,সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার প্রমূখ।