বৈশাখী মেলায় একটি স্টলও বরাদ্দ নেয়নি কেউ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৮ ২০২২, ০০:০৩

নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘটা করে উদ্বোধনও করা হয় মেলা। কিন্তু মেলার তিন দিন পার হয়ে গেলেও একটি স্টলও বরাদ্দ নেয়নি কেউ। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছে মেলায় আগত দর্শনার্থীরা।

  • দেড় লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৩৪ স্টল
  • ঘটা করে উদ্বোধন করা হয় মেলা
  • মেলার মাঠ ফাঁকা পড়ে আছে
  • ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছে দর্শনার্থীরা

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলার চিরায়ত ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে বাংলা নববর্ষকে সাড়ম্বরে বরণ করে বাঙালিরা। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয়ভাবে নানা বর্ণিল কর্মসূচির অংশ হিসেবে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি স্টেজসহ ৩৪টি স্টল নির্মাণ করা হয়। প্রতিটি স্টলের ভাড়া নির্ধারণ করা হয় তিন হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন।

উপজেলার মাছিমপুর ইউনিয়নের রহমত শনিবার সকালে ছোট দুই ছেলে-মেয়ে নিয়ে এসেছিলেন মেলা ঘুরিয়ে দেখাতে। কিন্তু মেলায় এসে দেখতে পান, মেলার মাঠ ফাঁকা। কোনো স্টলে লোকজন নেই। তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছেলে-মেয়ের বায়নায় মেলায় ঘুরাতে নিয়ে আসছি। এসে দেখি কিছুই নেই। এখন ছেলে-মেয়ে কান্নাকাটি শুরু করেছে। মেলায় একটা দোকানও বসে নাই। আশ্চর্য! পরে দীর্ঘ সময় অপেক্ষার পর সাপ খেলা হয়েছে, তা দেখিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ’

এ ব্যাপারে ইউএনও জিনিয়া জিন্নাত বলেন, ‘কেউ আগ্রহ দেখিয়ে স্টল বরাদ্দ নেয়নি তাই মেলা জমেনি। এতে অন্য কোনো কারণ আছে বলে আমি দেখছি না। ’

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন বলেন, ‘পহেলা বৈশাখের মেলা বাঙালির প্রাণের ঐতিহ্য। রোজা-রমজানের দিন তাই হয়তো কেউ আগ্রহ দেখায়নি। ’