বৃহত্তর সিলেটের বরেণ্য আলেমদের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৮ ২০২১, ০৮:০৪

গতকাল বাদ এশা সিলেটের জামেয়া শামিমাবাদ মাদরাসায় বিশেষ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একজন অসুস্থ রোগী ও দেশ জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের বরেণ্য শাইখুল হাদিস, আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী রহ. ‘র অন্যতম শাগরিদ, উস্তাযুল মুহাদ্দিসীন আল্লামা হাফিজ মাসউদ আহমদ কাসেমী (বাঘার হুজুর); রাহনুমায়ে তরিকত, শাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী; জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস, উস্তাদুল মুহাদ্দিসিন, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি; দরগাহপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, প্রখ্যাত মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জী; জামেয়া দারুস সালাম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, শায়েখ মুফতি ওলিউর রহমান; জামেয়া আব্বাসিয়া কৌড়িয়ার স্বনামধন্য মুহতামিম, শায়েখ হাফিজ মাওলানা মুহসিন আহমদ; জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার সদরুল মুদাররিসিন, শায়েখ মাওলানা আব্দুস সুবহান; জামেয়া দারুল হাদিস হরিপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, শায়েখ মাওলানা হিলাল আহমদ; জামেয়া দয়ামীর মাদ্রাসার সাবেক মুহতামিম, শায়েখ মাওলানা মুশাহিদ খালপাড়ী; জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার সিনিয়র মুহাদ্দিস, শায়েখ হাফেজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান (সাহেবজাদায়ে শায়খে রেঙ্গা); জামেয়া কাতিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, শায়েখ মাওলানা এমদাদ উল্লাহ (সাহেবজাদায়ে শায়খে কাতিয়া); জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতারাম নাজিমে তালিমাত, সিনিয়র মুহাদ্দিস, হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী; হাফিজ মাওলানা আখতার সাহেব (সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া রহ.); জামেয়া উমেদ নগর হবিগঞ্জের মুহতামিম, হাফিজ মাওলানা মাসরুরুল হক (সাহেবজাদায়ে হবিগঞ্জী)।

এছাড়াও মুফতি শফিকুর রহমান, হাফিজ মাওলানা ফখরুজ্জামান জকিগঞ্জী, শাহ মাওলানা মমশাদ, হাফিজ মাওলানা সৈয়দ শামিম, শাইখুল হাদিস মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জী, শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশিদ, শায়েখ মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মনজুর রশীদ আমিনি, হাফিজ মাওলানা মুহাম্মাদ হুসাইন (সাহেবজাদায়ে শায়খে গলমুকাপনী) -সহ আর‌ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।