বিশ্বনাথে দশঘর ইউনিয়ন নির্বাচনের প্রতিক পেলেন প্রার্থীরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৩ ২০২০, ২৩:২৩

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ প্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাচন অফিস কক্ষে প্রার্থীর মধ্যে এ প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কমিশন গোলাম সারওয়ার। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

চেয়ারম্যান পদে প্রতিকপ্রাপ্তদের মধ্যে-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুবেদুর রহমান পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী এমাদউদ্দিন খান পেয়েছেন ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সামছু মিয়া লয়লুছ পেয়েছেন ঘোড় ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আবুল হোসেন পেয়েছেন আনারস প্রতিক। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার দশঘর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দিপনা দিয়ে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, মেম্বার পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন প্রার্থীর মধ্যে এ প্রতিক দেয়া হয়।
এ ইউনিয়নে মোট ভোটার ১৪১১৮। পুরুষ ভোটার ৭০২৯ ও মহিলা ভোটার ৬৯০৯। ভোট কেন্দ্র ১০টি।

আগামী ২৯ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।