বিদেশে রাষ্ট্রবিরোধী প্রচারণাকারীদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১২ ২০২২, ১৭:২৯

বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী প্রচারণা করছে তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত কথা জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, বিদেশে থেকে দেখা গেছে অনেকে এমন মিথ্যাচার করছে যেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও যেগুলো বলছে সেটা রাষ্ট্রদোহী। দুইটা জিনিস আমরা সবসময়ই প্রার্থক্য করি- একজন ব্যক্তি আমার বিরুদ্ধে বলতেই পারে। আরেকটা হল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী এসব কাজ যারা বিদেশে বসে করছে, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সেজন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনোটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে, অব্যাহতভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ সদস্যের সে দেশে যাওয়ার জন্য ভিসা বন্ধ করার বিষয়টি একটি ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল কিছু তথ্য দেখে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এই ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে।