বিএনপির লাগাতার কর্মসূচী ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৪ ২০২১, ১৯:০৮

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ, মানববন্ধন, দোয়া মাহফিলসহ ৮ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া বেঁচে থাকুক সরকার চায় না, তাই বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হচ্ছে না।

আট দিনের কর্মসূচি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটিতেও সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো আজকে এখানে আমরা আলোচনা করেছি। ২৫ নভেম্বর যুবদল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে, ২৬ তারিখে বাদ জুমা খালেদা জিয়ার মুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হবে এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন, তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করবেন। ২৮ তারিখে স্বেচ্ছাসেবক দল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করবে, ৩০ তারিখে বিভাগীয় সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ১ ডিসেম্বর ছাত্রদল সারা দেশে সমাবেশ করবে, ২ তারিখে মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে, ৩ তারিখে কৃষক দল ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে এবং ৪ তারিখে মহিলা দল মৌন মিছিল করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুচিকিৎসা-বঞ্চিত বিএনপির চেয়ারপারসন। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন, সমাবেশ কর্মসূচি শেষে বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় বিএনপি।

এরপর কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির প্রসঙ্গে মির্জা ফখরুল আরো জানান, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরে। প্রয়োজনে কর্মসূচি পরিবর্তনও হতে পারে। সেটা সময় আপনাদের আমরা জানাব।

এদিকে, খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, যেকোনো সময় দুঃসংবাদ আসতে পারে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, বেলাল আহমেদ, মনির হোসেনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।