বাহুবলে সরকারী খাল ভরাট ও রাস্তা ভেঙে ট্রাক্টর দ্বারা মাটি পাচার; ব্রিক ফিল্ডের অর্থদণ্ড 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৫ ২০২১, ১৩:৫৫

নিজস্ব প্রতিনিধি: বাহুবল উপজেলার বিহারীপুর ও খোজারগাও গ্রামের সরকারী খাল ভরাট করে রাস্তা বানিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন। গ্রামবাসীর রাস্তা ভেঙে ট্রাক্টর যুগে পাচারের অভিযোগে শাপলা ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(২৪)জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর ও খোজারগাও গ্রামে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।এসময় সরকারী খাল ভরাট করে, ট্রাক্টর যুগে গ্রামবাসীর চলাচলের রাস্তা ভেঙে অবৈধভাবে মাটি উত্তোলন ও পাচারকালে উপজেলার শাপলা ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(২০১০) অনুযায়ী দন্ডাদেশটি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। এসময় শাপলা ব্রিক ফিল্ডকে দ্রুত মাটি অপসারণ ও খাল ভরাট করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দিকনির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আশীর্ষ কর্মকার।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।