বাহুবলে বাস চাপায় ১ম শ্রেণির ছাত্রী নিহত,প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ।

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৬ ২০১৮, ১৮:১৪

দুলাল আহমেদ,বাহুবল হবিগন্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে দ্রুতগামী বাস চাপায় নিলিমা অাক্তর (৫) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অাগস্ট) পৌনে ১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দিগম্বর বাজারে এ ঘটনাটি ঘটে।
নিহত নিলিমা উপজেলার ২ নং কালিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী।
সে উপজেলার হাজী মাতাম গ্রামের খোয়াজ অালীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে অাসা ঢাকা গামী লন্ডন এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস স্কুল থেকে বাড়ি ফেরা শিক্ষার্থী নিলিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
উত্তেজিত জনতা তাৎক্ষণিক স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পারভেজ অালম চৌধুরী ও থানার ওসি মাসুক অালী ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্তনা দেন।
সাহকারী পুলিশ কমিশনার জনাব পারভেজ শান্তনার আশ্বাস দিয়ে জনতার সম্মুখে বলেন, লন্ডন এক্সপ্রেস বাস দায় স্বীকার করছে না, আমরা প্রশাসন এ বিষয় টি তদন্ত করে নিহতের ক্ষতি পুরন দেব।
জনাব পারভেজ আলমের আশ্বাসে উত্তেজিত জনতা সড়ক অবরোধ প্রত্যাখ্যান করেন।

ডিএসবি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
বেলা ২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে উত্তেজিত জনতা।