বাহুবলে ওয়াহিদ হত্যার আসামিদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৪ ২০১৮, ০৭:৫৮

শাহ মুহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল হবিগঞ্জ থেকে, হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রতিপক্ষের হাতে শেখ ওয়াহিদ মিয়া (৪০) খুনের ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সহস্রাধিক নারী পুরুষ ঢাকা সিলেট মহাসড়কে দাড়িয়ে মানববন্ধন পালন করেছেন।

শুক্রবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পুটিজুরী বাজারে এ মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে উপস্থিত নিহত ওয়াহিদের ছয় বছরের মেয়ে মিনহা তার বুকে ফেস্টুন নিয়ে বলছে “আমার বাবা কবরে সন্ত্রাসীরা কেন বাইরে বিচার চাই” ।

খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উত্তাল হয়ে পড়েছে পুটিজুরী বাজার।

শুধু পুটিজুরী ইউনিয়নের লোকজনই নয় পার্শ্ববর্তী স্নানঘাট ইউনিয়ন থেকে মিছিল সহকারী লোকজন এসে মানববন্ধনে যোগ দিতে দেখা গেছে।

মানববন্ধনে নিহতের মা ও স্ত্রী অবুঝ সন্তানে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

মানববন্ধনে থাকা উপস্থিত লোকজন কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাদের একটাই দাবি সকল খুনিদের গ্রেফতার করে ফাঁসি দেয়া হউক।

ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় সহধিক নারী পুরুষ বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়ে খুনিদের গ্রেফতার ও ফাঁসি চান।

গত রোববার (১৯ আগস্ট) রাতে ওই উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ তারা মিয়াসহ ১৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই ফারুক মিয়া।

এর আগে উপজেলার মীরের পাড়া গ্রামের শেখ ওয়াহিদ মিয়া কংক্রিট ফেলে স্থানীয় একটি রাস্তা মেরামতের কাজ করছিলেন। ওই কাজে পার্শ্ববর্তী গ্রামের শাহনাজ মিয়া অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি ছিলেন না ওয়াহিদ। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার (১৮ আগস্ট) রাতে শাহনাজ ওয়াহিদকে পুটিজুরী বাজারে ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শেখ ওয়াহিদ উপজেলার মীরের পাড়া গ্রামের শেখ আব্দুল্লাহ মিয়ার ছেলে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান,
আসামিরা সবাই পলাতক, গ্রেফতারের সর্বাত্তক চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে।