বালাগঞ্জে ডিটিএলবি’র শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৯ ২০২৩, ২২:১৬

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে একমাত্র ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান DTLV IELTS CENTER এর উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ বিভিন্ন ব্যাচের SPOKEN ENGLISH এর শতাধিক  শিক্ষার্থীদের মধ্যে  সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ হলরুমে DTLV শিক্ষক আহমদ জসিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।
অনুষ্ঠানে ডিটিএলবির বালাগঞ্জ শাখার ইনচার্জ আবুল কাশেম অফিক এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রেখেছেন ডিটিএলবির চেয়ারম্যান প্রিন্সিপাল মিনহাজ উদ্দিন মিলাদ,
বিশেষ অতিথির বক্তৃতা রাখেন বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর,বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি  মো: জুনেদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সমাজকর্মী মো: আমীর আলী, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় শিক্ষক ও সাংবাদিক জাগির হোসেন (জাকির) ডিটিএলবি গোয়ালাবাজার ব্রাঞ্চের ইনচার্জ মুস্তাক উদ্দিন মিফতাহ, IELTS এর শিক্ষিকা সাদিয়া সুলতানা ম্যাম,স্পোকেন ইংলিশ এর সামিনা ইয়াসমিন মোহনা ম্যাম,বালাগঞ্জ ব্রাঞ্চের স্পোকেন ইংলিশ এর শিক্ষক শাকিব শাওয়ার প্রমুখ।