টিকা দিয়ে বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করেছে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৯ ২০২২, ১৬:০৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। এক দিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করেছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সারাদেশের হাসপাতালগুলোর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন ব্যবস্থা, শূন্যপদে দ্রুত পূরণ করার আশ্বাস ও হাসপাতালে বর্তমান ডায়েরিয়ার ১০ বেডকে ৫০ শয্যা বিশিষ্ট পৃথক ডায়েরিয়া ইউনিট খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ্, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম নবী, জেলা পাবলিক প্রসিউকিটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার ও প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভা ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।