বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ২০তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৯ ২০২২, ২০:০৬

আজ ১৯ই এপ্রিল ২০২২ইং/১৭ই রমযান ১৪৪৩হি:বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ২০তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল মাতুয়াইলস্থ ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের একটি কপি বোর্ডের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর হাতে তুলে দেন।

২০তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কুরআন থেকে সানাবিয়া আম্মাহ (কাফিয়া) পর্যন্ত মোট ৭টি মারহালায় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবারের পরীক্ষায় ৪৭৮টি মাদরাসা অংশ গ্রহণ করে। পাশের হার ৮৮.৬০% । কেন্দ্র সংখ্যা ২২০টি, ছাত্র সংখ্যা ১০৭৮৭।
ফলাফল প্রকাশ উপলক্ষে বোর্ডের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সন্তোষ প্রকাশ করে বলেন,বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড দেশব্যাপী পরিচালিত ইসলামী শিক্ষার মান উন্নয়নে অবদান রেখে চলছে। শিক্ষার মান উন্নয়নে মাদরাসা সমূহকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধন ও কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ এবং কুরআন শিক্ষাবোর্ডের মাদরাসা সমূহকে বোর্ডের সিলেবাস শতভাগ বাস্তবায়নের জন্য তিনি আহবান জানান।

অনুষ্ঠানে বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন,বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অগ্রগতি আশা ব্যঞ্জক। শিক্ষাবোর্ডের পাঠ্যসূচী সকল মাদরাসা শতভাগ কার্যকর করলে মাদরাসা সমূহের শিক্ষার মান আরো একধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী(পীর সাহেব কারীমপুর),আল্লামা মুজিবুর রহমান(পীর সাহেব কালিশুরী),মাওলানা শামসুদদোহা তালুকদার, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আল আমিন,মুফতি ইজহারুল ইসলাম, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মুফতি আব্দুল আজিজ কাসেমী,মুফতি আব্দুশ শাকুর কাসেমী, মুফতি জহিরুল ইসলাম কাসেমী, মুফতি কাউসার বাঙ্গালী,মুফতি শওকত উসমানী,মুফতি মুহাম্মদ আলী,মুফতি আব্দুর রহমান, মুফতি ফয়সাল মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ফলাফল জানতে ভিজিট করুন: http://bqeb.org/software/result