বাংলাদেশিদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০২১, ১৬:৪৫

বাংলাদেশিদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান। পাকিস্তান হাইকমিশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকি। এর পরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান। তাদের বিবৃতিতে দাবি করা হয়, দুই দেশই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

আরও পড়ুন: একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান

ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকিকে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই। সম্পর্ক ঘনিষ্ঠ করতে পাকিস্তানের সহায়তা প্রয়োজন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের ওপর যে অমানবিক কাণ্ড ঘটিয়েছে, তার জন্য পাকিস্তানের উচিত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া।