ফ্রান্সে মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে হালুয়াঘাটে বিক্ষোভ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩০ ২০২০, ১৭:৫২

আবির আবরার:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সকল কূটনৈতিক সর্ম্পক ছিন্ন ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর হালুয়াঘাট শাখার উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে ইত্তেফাকুল উলামার হালুয়াঘাট শাখার সভাপতি হযরত মাওলানা নূর হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হযরত মাওলানা ইউনুছ আলী, হযরত মাওলানা মোকারম হোসেন, হযরত মাওলানা তাজুল ইসলাম বাশার, মুফতি ইলিয়াস সারোয়ার প্রমুখ।

সমাবেশে বক্তারা ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করা, তাদের সকল পণ্য নিষিদ্ধের পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর ইসলাম ধর্ম নিয়ে আবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবী জানান।