ফের ৪ দিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৪ ২০২১, ১৮:২১

হেফাজতে ইসলামের সদ্য সাবেক যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের আবারও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আগের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের হেফাজতে ইসলামের ঘটনায় পল্টন থানার করা মামলার (মামলা নম্বর -২১(৫)১৩) সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেইসঙ্গে চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানার করা মামলার (মামলা নম্বর -২৭(৩)২১) সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানার করা অন্য একটি মামলার (মামলা নম্বর-২৮(৩)২১) সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৬ এপ্রিল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী মাওলানা জুনায়েদ আল হাবিব এর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।