‘ফেমিসাস’ এর দাওয়াহ ও সাহিত্য কর্মশালা ১৮ সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩১ ২০১৮, ১২:২৯

একুশে জার্নাল ডেস্ক:
গত ২৯ মার্চ, বৃহস্পতিবার, সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়। হাফিয মিনহাজুর রহমান
ওলীর কুরআন তিলাওয়াত, কবি মীম সুফিয়ানের সঞ্চলানা ও মাওলানা এহতেশামুল হক কাসিমীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দুপুর ২টা থেকে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন ফেমিসাস সভাপতি হাফিয মাওলানা আহমদ কবীর খলীল।
স্বাগত বক্তব্য রাখেন ফেমিসাস সেক্রেটারি হাফিয মাওলানা ইলিয়াস মশহুদ।

সাহিত্যের সবক শিখছেন
তরুণ প্রজন্ম


কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বরেণ্য গদ্যশিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, খ্যাতিমান আরবি
সাহিত্যিক ও অনুবাদক মাওলানা সফিউল্লাহ ফুআদ, ইসলামিক দাওয়াহ ইন্সটিটিউট ঢাকার মহাপরিচালক মুফতি জুবায়ের আহমদ, বিশিষ্ট লেখক, গবেষক কবি মুসা আল হাফিজ, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক মাওলানা যাইনুল আবিদীন বলেন, সাহিত্য হল এমন একটি বিশ্বস্থ সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যে যে লাইনে উপরে উঠতে চায়, নিশ্চিতভাবে সে তা পারবে। অতএব, আমাদেরকে এ সিঁড়ি দিয়ে দ্বীনের লাইনে
উপরে উঠতে হবে।
দাওয়াহ প্রশিক্ষক মুফতি জুবায়ের আহমদ বলেন,
মানুষের কল্যাণে দ্বীনের দাওয়াত শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, অমুসলিমদের কাছেও দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এবং মিশনারী ফিতনা দূর করতে উলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে।

কর্মশালায় হলভর্তি প্রশিক্ষণার্থী

কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ. মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহান, এমসি কলেজ সিলেটের সাবেক অধ্যাপক বিশিষ্ট পদার্থবিজ্ঞানি ড. মাসুদুল হাসান, উইমেন্স মেডিকেল কলেজের ডিরেক্টর আলহাজ্ব কাপ্তান হোসেন, কওমি মিডিয়া ফোরামের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, কওমিকণ্ঠ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, কওমি মিডিয়া ফোরামের সহ-সভাপতি মাওলানা রফিকুল
ইসলাম জাকারিয়া, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইনাম বিন
সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে
মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন শিল্পী আহমদ আব্দুল্লাহ।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদেরকে ফেমিসাসের পক্ষ থেকে প্রশংসা পত্র প্রদান ও শাইখ মুহিউল ইসলাম বুরহান সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্টান শেষ হয়