ফরিদপুরে সেচ্ছাসেবক দলের আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে বিএনপির নিন্দা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৭ ২০২০, ১২:৪৯

নিজস্ব প্রতিনিধি:

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা শাখার আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলকে আলফাডাঙ্গায় অবাঞ্ছিত ঘোষনা করার প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নিন্দা জানিয়েছে প্রতিবাদ সভা করেছে।

গত বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সন্ধায় হাসপাতাল রোডে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান আব্বাস,সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আতাউর রহমান খান যুবদল নেতা কামরুল ইসলাম দাউদ, যুবনেতা নেতা নজরুল ইসলাম, ওলামা দলের সাবেক আহবায়ক গোলাম মহিউদ্দন প্রমুখ। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান লিখিত বক্তব্যে বলেন, বিগত ২১নভেম্বর ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ মুঠোফোনে ২৩ নভেম্বর ৩ ঘটিকায় সেচ্ছাসেবক দলের কর্মী সভা করার জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সহযোগীতা চায়। সেই মোতাবেক বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দল কর্মী সভা করতে ইচ্ছুক নেতৃবৃন্দ মোঃ বাশারুল বারীর সহিত ২২নভেম্বর সন্ধায় কথা বলে, তিনি( বাসা রুল বারী) উক্ত সভায় সভাপতিত্ব করতে সম্মতি জ্ঞাপন করায়, একটি ব্যানারও করা হয়। কিন্তু ২৩ নভেম্বর নির্ধারিত সময়ে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আলফাডাঙ্গায় আগমনের পর বাশারুল বারী উপস্থিত হন নাই বা কোন যোগাযোগ বা সাক্ষাৎ করেন নাই। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আলফাডাঙ্গা ত্যাগ করার পর বাশারুল বারী সন্ধায় আলফাডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা নেতৃত্বের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা, বানোয়ট ও আপত্তিকর ওশোভন ভাষা ব্যাবহার করেন। যাহা সংগঠনের রীতিনীতি বহির্ভূত বা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। এটা দলের ভাবমূর্তি নষ্ট ও জেলা নেতৃবৃন্দের চরিত্র হননের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান।