ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৪

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৭ ২০২২, ১৭:৪৮

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা – মাওয়া মহাসড়কের মালীগ্রাম যাত্রী ছাউনী সংলগ্ন স্থানে ড্রাম ট্রাক- মাইক্রোবাস – মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ও মাইক্রোবাসের মোট ৪ যাত্রী মারাত্বক আহত হয়েছে। এদের উদ্বার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় ভাঙ্গা- মাওয়া হাইওয়ের মালীগ্রাম ফ্লাইওভারের নিকটে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে একটি মাইক্রোবাস মাওয়া ঘাট থেকে ২ যাত্রী নিয়ে মুকসুদ যাওয়ার পথে মালীগ্রাম ফ্লাইওভারের নিকটে পৌছলে একটি মোটরসাইকেল স্বামী- স্ত্রী সহ ভাঙ্গার দিকে যাওয়ার সময় সাইড লাইন থেকে মূল সড়কে উঠলে মাইক্রোবাসটি গতি কমিয়ে দাড়ায়। সেসময় পিছন দিক থেকে একটি অজ্ঞাত ড্রাম ট্রাক মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা মারে৷ এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে রাস্তার বাম পাশে গিয়ে দুমড়েমুচড়ে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং মোটরসাইকেলটি আরোহী সহ মাইক্রোবাসের নীচে চাপা পড়ে। স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় উদ্বার করে হাসপাতালে পাঠায়।তাদের অবস্থা আশংঙ্খাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলটিকে সরিয়ে থানায় নিয়ে যায়।