প্রেমের প্রস্তাব দেওয়ায় খুন মাদ্রাসাছাত্র

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৫ ২০২২, ১৪:৫০

 

মাদারীপুরের কালকিনিতে আরিফুল (১৪) নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে অভিযুক্ত পলাতক বাবুর্চি বোরহান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কালকিনি থানার ওসি আশফাক রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল বোরহানকে বগুড়া থেকে গ্রেফতার করে। পরে সোমবার (৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক বাবুর্চি বোরহান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ায় আরিফুলকে হত্যা করেছেন বলে আদালতকে জানান তিনি।

এদিকে নিহতের পিতা মো. হারুন সরদার বলেন, আমার ছেলে খুবই নিরীহ ছিল।বোরহান আমার ছেলেটারে মাইরা ফেলছে। আমি ন্যায়বিচার চাই।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, মাদ্রাসাছাত্র আরিফুল নিহতের পর থেকেই বাবুর্চি বোরহান হাওলাদার পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তাকে বগুড়া থেকে আটক করা হয়।

গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে মাদ্রাসাছাত্র আরিফুলের লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি উত্তর কৃষ্ণনগর গ্রামের দারুল কুরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র ছিল। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার বাবুর্চি বোরহান তাকে ডেকে নিয়ে যায়। এরপর ফিরে আসেনি সে।