পিলখানা হত্যাকাণ্ড: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির আপিল আবেদন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৬ ২০২১, ১৪:০৭

পিলখানায় বিডিআর হত্যা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ৯ আসামি আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৮ লাখ ৩৪ হাজার ৩শ ৪৫ পৃষ্ঠার এই লিভ টু আপিল জমা দেয়া হয়।

মৃত্যুদণ্ড পাওয়া যে ৯ আসামি আপিল করেছেন তারা হলেন, কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাঈদ আলম সাঈদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম ও বজলুর রশীদ। আরেক আসামির নাম জানা যায়নি।

এর আগে এই হত্যা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পাওয়া ৭৫ জন এবং সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনসহ ৮৩ জনের বিষয়ে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আদালতে পৃথক ২০টি আপিলের অনুমতি চেয়ে আবেদন করে।

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।