পাঞ্জাবের উপনির্বাচনে ইমরান খানের দলের বিশাল জয়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৮ ২০২২, ১২:৪২

পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ। নির্বাচন অনুষ্ঠিত হওয়া ২০ আসনের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে ইমরানের দল পিটিআই। ৪টিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-এন। একটিতে স্বতন্ত্র প্রার্থী।

পাঞ্জাবকে মনে করা হয় মুসলিম লীগ-এন-এর শক্ত ঘাটি। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিন বার পাঞ্জাবের উজিরে-আলা ছিলেন। ৩০ এপ্রিল থেকে তার ছেলে হামজা শাহবাজ উজিরে-আলার পদে আছেন।

হামজা শাহবাজ উজিরে-আলা হয়েছিলেন পিটিআ ইয়ের ২৫ জন এমপিএর সমর্থন নিয়ে। এদের মধ্যে ২০ জন সরাসরি নির্বাচিত সদস্য, বাকি পাঁচজন ছিলেন সংরক্ষিত আসনের। তারা দলীয় নির্দেশ অমান্য করে হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন। দলীয় নির্দেশ অমান্য করায় আদালত তাদের এমপি পদ বাতিল ঘোষণা করে। গতকাল সেইসব আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাব। এটি জয়ের মাধ্যমে আবারো কেন্দ্রে সরকার গঠনের পথ অনেকটা পরিষ্কার করতে সক্ষম হলেন ইমরান খান। পাঞ্জাব জয়ের পর পাকিস্তানের ৫টি প্রদেশের ৪টিতেই এখন ইমরান খানের দল ক্ষমতায়। বাকি শুধু সিন্ধ প্রদেশ রয়েছে পিপলস পার্টির অধীনে।

সূত্র : এআরওয়াই নিউজ