পাকিস্তান থেকে কাশ্মির দখল করে নেয়ার হুমকি ভারতের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৯ ২০২২, ১৭:৪৭

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের জনগণের ওপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, পাকিস্তানকে কাশ্মিরের জনগণের ওপর নৃশংস অত্যাচার চালানোর ফল ভোগ করতে হবে।

টিআরটি ওয়ার্ল্ড ও এনিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান অংশের কাশ্মির দখলের হুমকি দিয়ে মন্ত্রী বলেন, আমাদের সংকল্প তখনই পূর্ণ হবে যখন ভারত গিলগিট বাল্টিস্তানসহ পুরো জম্মু ও কাশ্মির ফিরে পাবে।

বদগামে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ৭৬তম পদাতিক দিবসে ‘শৌর্য দিবস’ অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এসব কথা বলেন রাজনাথ সিং। জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজনাথ সিং বলেন, আমরা জম্মু ও কাশ্মির এবং লাদাখে আমাদের উন্নয়নের যাত্রা শুরু করেছি মাত্র। আমরা যখন গিলগিট ও বাল্টিস্তানে পৌঁছাব, তখনই আমাদের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।