নারায়ণগঞ্জের বন্দরে রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগে যাত্রী ও সাধারণ পথচারীরা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০১৮, ০৮:০০

মুহাম্মাদ তাওহিদঃ নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ড;যা থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা।সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা যেন ছোট-খাটো একটি খালে পরিণত হয়।ফলে যানবাহন চালকদের যেমন বিপাকে পরতে হয় তেমনি দুর্ভোগ পোহাতে হয় সাধারণ পথ চারীদের।
নিত্যদিন ই ঘটে চলতে কোন না কোন দুর্ঘটনা।এই রাস্তা ধরেই সামনে এর দুপাশে রয়েছে প্রায় ২০টির মতো ইটভাটা যেগুলোর সব ইট-বালি বহন করা হয় এই রাস্তা দিয়েই ফলে রাস্তা মেরামতের কয়েকদিনেই আবার আগের অবস্থায় রূপ নেয়।ইট ভাটার পিক-আপ,ট্রাক চলার নির্দিষ্ট রুলস থাকলেও এগুলো অমান্য করেই অবাদে চালাচ্ছে এইসব যানবাহন।স্থানীয় কিছু প্রভাবশালীদের প্রভাবে প্রশাসনের নিয়ম ভঙ্গ করছেন ইটাভাটার মালিকেরা।
এই রাস্তায় প্রতিদিন ২০০০-২৫০০০ হাজারের মতো মানুষের আসা যাওয়া হয়,রাস্তার এই বেহাল দশায় চরম দুর্ভোগে পরে সকলেই।এই বিষয়ে যথাযথ কতৃপক্ষের নেই তেমন নজরদারি।