নামধারী কিছু ধর্মীয় বক্তা করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৮ ২০২১, ১২:২৮

ধর্মীয় বক্তা নামধারী কিছু ব্যক্তি করোনাভাইরাস ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (১৭ জুলাই) রাজধানীর বেরাইদ এ কে এম রহমতউল্লাহ স্টেডিয়ামে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী মুসলমানদের করোনা হবে না বলে জাতিকে বিভ্রান্ত করে মহামারির দিকে ঠেলে দিয়েছে। সরকার করোনার শুরু থেকেই সবাইকে মাস্ক পরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে।

তিনি বলেন, সরকার মানুষকে সচেতন করে করোনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তবে কিছু কথিত ধর্মীয় বক্তা মুসলমানদের করোনা হবে না বলে জাতিকে বিভ্রান্ত করেছে। তারা এও বলেছে, মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই ধর্মীয় বক্তা নামধারী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।