নাগরিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন: মুফতি ফয়জুল করীম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৭ ২০২২, ১৯:৩৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার হচ্ছে মানুষের নাগরিক অধিকার। ভোটাধিকার নিশ্চিত না হলে একটি দেশ চলতে পারে না। ফলে সুশাসন থেকেও বঞ্চিত হয় জনগণ।

তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহি নিশ্চিত হয় না। মানবাধিকারও প্রতিষ্ঠিত হয় না। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। দেশের চলমান সঙ্কট, অর্থনৈতিক সঙ্কটসহ সব সঙ্কটের সমাধান হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে।

আজ ২৭ জুলাই ২০২২ বুধবার, বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান ও মুফতী মোস্তফা কামাল প্রমুখ।