“নবী সা. এর সিরাত আলোচনায় প্রশাসনের বাধায় নবীপ্রেমিক জনতা বিস্মিত ও মর্মাহত”

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৯ ২০২০, ২১:৪২

নবী সা. এর সিরাত আলোচনায় প্রশাসনের বাধায় নবীপ্রেমিক জনতা বিস্মিত ও মর্মাহত
– ইসলামী আন্দোলন বাংলাদেশ

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন আয়োজিত রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে প্রশাসনের বাধায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা. এর জীবনী আলোচনার অনুষ্ঠানে বাধা দেয়ায় রাসূল সা. প্রেমিক জনতাকে বিস্মিত ও মর্মাহত করেছে। তিনি বলেন, রহমাতুল্লিল আলামীন কনফারেন্স কোনো রাজনৈতিক কিংবা সরকারবিরোধী কোনো অনুষ্ঠান ছিল না। এটা নবী সা. এর জীবনীমূলক সিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা ছিল। সরকার এ ধরণের একটি অনুষ্ঠানে কেনো বাধা দিল? নবী সা. এর জীবনী আলোচনায় বাধা দিয়ে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। মহাসচিব বলেন, এ ধরণের আলোচনায় বাধা দিয়ে সরকার নিজেকে প্রশ্নবিদ্ধ করেছে। এর জন্য সরকারকে খেসারত দিতে হতে পারে।