দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে ছাতকে খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৯ ২০২৫, ০৭:০৭

জুনাইদ আহমদ ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির-এর “দেয়াল ঘড়ি” প্রতীকের সমর্থনে ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত এর সভাপতিত্বে । সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুনএর যৌথ পরিচালনায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন,

“দেশ ও জাতির কল্যাণে নীতিনিষ্ঠ, ইসলামপন্থী নেতৃত্ব প্রয়োজন। আমরা জনগণের আস্থা অর্জন করে সংসদে গিয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের প্রতিনিধিত্ব করতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক
মাওলানা মুফতি শায়েখ আলী হাসান উসামা

বক্তব্য রাখেন জেলা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন আতিক
ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ – দোয়ারাবাজার উপজেলা শাখা সভাপতি মাওলানা মইনুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক,আলমগীর হোসেন
ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,ছাতক উপজেলা শাখা সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই।

বক্তারা বলেন,
“খেলাফত মজলিস দীর্ঘদিন যাবৎ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের বিজয় ইনশাআল্লাহ এ অঞ্চলে নতুন দিগন্তের সূচনা করবে।”

উক্ত সভায় উপস্থিত ছিলেন:

সহকারী জোন পরিচালক সিলেট বিভাগ প্রিন্সিপাল আব্দুল হান্নান
সিলেট মহানগরির সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস
এডভোকেট মোহাম্মদ ফজর আলী – এমপি পদপ্রার্থী, সুনামগঞ্জ-১
সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমিন, সুনামগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম,শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, খেলাফত মজলিস, ছাতক উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ আজিজুল হক, ইয়াহইয়া খান মাহবুব, ছাতক পৌর শাখার সহ সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা এখলাছুররহমান, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদার, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মুশাহিদ আলী, পৌরসহ সাধারণ সম্পাদক মাওলানা উমায়রুল হক, মাওলানা আছআদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমদ, ছাতক উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, ছাতক পৌর শাখার প্রচার সম্পাদক শাকির আমীন,দোলারবাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ গুফরান, দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাকিল বিন আলাউদ্দিন, চরমহল্লা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ হারুনুররশিদ,জাউয়াবাজার ইউনিয়ন শাখার সেক্রেটারি সাইদুল হক রুকন মাওলানা শিব্বির আহমদ প্রমূখ।

এছাড়াও ছাতক, দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শাখা থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন,

“এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথেই আমি বড় হয়েছি। জনগণ আমাকে যদি সুযোগ দেয়, তাহলে আমি ইনশাআল্লাহ এলাকাবাসীর আমানতের খেয়ানত করবো না। ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও উন্নয়ন নিয়ে কাজ করবো।”

সভা চলাকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। গোবিন্দগঞ্জ পয়েন্ট জনস্রোতে পরিণত হয়। কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।