দূর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে কুলাউড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০২০, ২০:৩৭

মারজান আহমদ, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া হাসপাতালের আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি স্বপন দেব রতন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ কান্ত দত্ত, হিন্দু সমাজ সংস্কার সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ দাস প্রমুখ।

প্রধান অতিথি বলেন কুলাউড়ায় হিন্দু ধর্মের অনুসারীরা শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন সব সময় সক্রিয় থাকবে।