দুর্নীতিবাজদের ধিক্কার। ইমদাদ ফয়েজী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৯ ২০২০, ২০:৩২

দুর্নীতি আজ সস্তা অতি, নীতি লজ্জায় কাঁদে

উচ্ছিষ্টভোগীরা ফন্দি করে সর্বত্র-সবখানে।

মিষ্টি কথার ফুলঝুরি স্বার্থান্ধদের হাতিয়ার

অতঃপর শুধু বেরিয়ে আসে, কুকর্ম-অনাচার।

মিথ্যা-অনিষ্ট ধর্ম ওদের, ধোঁকা-প্রতারণা নেশা

কথাবার্তায় মধু ছড়ায়, চোরি-দালালি পেশা।

সাধু সাজে সমাজে, চিন্তায় শুধু- অবৈধ গ্রাস

বারোটা ওরা বাজাল দেশের; করল সর্বনাশ

মাদরাসা-মসজিদ মুক্ত নয়, ওদের থাবা থেকে

হারামে পায় আরাম, পেট পালে ছলচাতুরী করে।

পাঁচকে করে পাঁচশ, আবার পাঁচশকে পঞ্চাশ

ব্যয়ের খাতে বেশি দেখায়, আয়ের বেলায় হ্রাস।

পেয়ে পরের ধন, মামা-ভাগ্নায় করে কীর্তন

পঁচা-বাসী সবই খায়, যেন শকুনের জীবন।

অন্যের ক্ষতি, দু’জনে বিবাদ সর্বদা কামনা করে

ঘাপটি মেরে বসে থাকে, পকেট ভর্তির লোভে।

মুখে মধু অন্তরে বিষ, সুপথে হয়তো ফিরবে না

চোরে চোরে বন্ধুত্ব, মানুষ দেয় ধিক আর ঘৃণা।

ভালো কিছু পারে না করতে, সবাই বলে ছিঃ ছিঃ

ধিক্কার ছাড়া দুর্নীতিবাজদের কী-ইবা দেবে জাতি।