দিশারীর মনোমুগ্ধকর নতুন সংগীত ‘মুগ্ধ মনে ভাবি’

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৬ ২০১৮, ০০:১৮

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ;
“এই সবুজ শ‍্যামল মাঠে তোমার সৃজন দেখে মুগ্ধ মনে ভাবি
বিস্ময় হয়ে তোমার প্রেমে কতো ছবি আঁকি কতো ছবি আঁকি।
এই সকাল সাজে আলোর মেলা, সকাল সাজের আলোর মেলা, বিমুহিত নয়নে দেখি, বিমোহিত নয়নে দেখি।”
প্রভুপ্রেমের এ কথাগুলো নিপুণভাবে প্রতিভাত হয়েছে দিশারীর এবারের আয়োজন ‘মুগ্ধ মনে ভাবি’ সংগীতে।

ব্যয়বহুল নির্মিত এই সংগীতটি
২৪ নভেম্বর (শনিবার) কিশোরগঞ্জের শতালে অবস্থিত দিশারীর অফিসে আনুষ্ঠানিকভাবে “মুগ্ধ মনে ভাবি” সংগীতটি দিশারীর নিজস্ব ইসলামিক ইউটিউব চ্যানেল ‘হলি ভয়েসে’ আপলোড করা হয়েছে।

কিশোরগঞ্জ একঝাঁক তরুনদের নিয়ে প্রতিষ্ঠিত দিশারী সাহিত্য সাংসস্কৃতিক সংগঠন। যা বরাবরই নিত্যনতুন সংগীত দিয়ে দর্শকদেরকে মুগ্ধ করেন। মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে সংগীত প্রেমিদের মাঝে হৃদয়ে জায়গা করে নেন অতি সহজে। স্বল্প সময়ে সাংস্কৃতিক অঙ্গনে নিত্য নতুন সংগীত করে প্রশংসাও কুড়িয়েছে৷

জাহাঙ্গীর আব্বাদের কথা ও সুরে কন্ঠ দিয়েছেন শরীফ জামী মাসুম জামী, জাহাঙ্গীর আব্বাদ, সাঈদ বিন সাঈফ, ফজলে রাব্বানী

শরীফ জামীর সার্বিক তত্ত্বাবধানে সংগীতায়োজন করেছেন মাসুম জামী।
সংগীত পরিচালনায় ছিলেন দিশারীর পরিচালক মুফতি শরীফ জামী । সংগীতটিতে মডেল হয়েছেন শরীফ জামী, মাসুম জামী, জাহাঙ্গীর আব্বাদসহ সিনিয়র শিল্পীবৃন্দ।

ভিডিও পরিচালনায় ছিলেন দেশের বিখ্যাত ডিরেক্টর ফরহাদ আহমেদ এবং
সাউন্ড কম্পোজের কাজ করেছেন জয়নাল আবেদীন একাত্ম।

সংগীতের ব্যাপারে দিশারীর প্রধান পরিচালক মুফতি শরীফ জামী বলেন, সংগীতের কণ্ঠশিল্পী মাসুম জামী ও জাহাঙ্গীর আব্বাদ অনেক ভালো গেয়েছে
কণ্ঠশিল্পী মাসুম জামী বলেন গানটির কথা ও সুর ভালো হয়েছে ,চেষ্টা করেছি ভালো গাইতে। আশা করি সবার কাছে ভালো লাগবে। তা ছাড়া
সুর,সংগীত, গায়ক মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন ভিডিও সবার নজর কাড়বে বলে আমার বিশ্বাস।

আলাপকালে দিশারীর সিনিয়র শিল্পী জাহাঙ্গীর আব্বাদ বলেন অসাধারণ সুরেলা কন্ঠের অধিকারী মাসুম জামী। নিজস্ব মেধা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের বদৌলতে অতি দ্রুত তিনি এ-অঙ্গনে নিজের অবস্থান গড়ে তুলেছেন। তাঁর হাতে এখন অনেক কাজ, অনেকগুলো সংগীত রিলিজ হবার প্রতীক্ষায় প্রহর গুনছে। ২৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমাদের যে সংগীত দিশারী থেকে রিলিজ হয়েছে তা ইসলামী সংস্কৃতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়াবে বলে আশা করছি।
মহান আল্লাহ ও প্রিয়তম নবীয়ে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনে মাসুম ভাই ও দিশারীর পথচলা দুর্নিবার হোক, এটাই প্রত্যাশী আমরা।