দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার মু’তামারে আবনা ও ফুযালা সংগঠনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৫ সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৯ ২০২৫, ২৩:১৯

আজ ২৯শে জুলাই ২০২৫, মঙ্গলবার, সিলেটের ওসমানীনগরের গলমুকাপনস্থ জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহতে মু’তামারে আবনা ও ফুযালার এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জামিয়ার দ্বিতীয় তলার সভাকক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় শুরু হওয়া এই আয়োজনে বিপুল সংখ্যক ফাজিল ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম
জামিয়া দারুসসুন্নাহ গলমুকাপনের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাছির উদ্দীন দামাত বারাকাতুহুমের সভাপতিত্বে এবং মু’তামারে আবনা ও ফুযালার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির সাহেব-এর পরিচালনায় সভাটি পরিচালিত হয়। সভার সূচনা হয় জামিয়ার আলিয়া ২য় বর্ষের ছাত্র ইযাদুর রহমান হাসানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
সভায় বিগত সেশনের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন জামিয়া দারুসসুন্নাহর মুহাদ্দিস হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির। এরপর উপস্থিত ফাজিল ও অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য প্রদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: হযরত মাওলানা মোশাহিদ খান, হাফিজ মাওলানা হামিদুর রহমান হিলাল (যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে), মাওলানা আব্দুল মতিন বালাগন্জী, মাওলানা রুহুল আমিন গোজাখাইরী, শায়খ আব্দুল বাসিত বৈঠখালি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মনিরুদ্দীন, মাওলানা ওলিউর রহমান বৈঠাখালী, মাওলানা আব্দুল হাকিম, মুফতী আব্দুস সামাদ, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা ডাক্তার কাওসার আহমদ চৌধুরী, মাওলানা শামীম আহমদ, মাওলানা বজলুর রহমান, মাওলানা মইনুল ইসলাম মাশকুর এবং মাওলানা জুবের আহমদ। এছাড়াও, প্রায় শতাধিক প্রাক্তন ও সাবেক ফুযালা, আবনা এবং জামিয়া দারুসসুন্নাহর আসাতেযায়ে কেরামবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
নতুন কমিটি ঘোষণা:
বাদ জোহর, দ্বিতীয় অধিবেশনে ২০২৫, ২০২৬ এবং ২০২৭—এই তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত রায়ের মাধ্যমে নতুন কমিটির দায়িত্বশীলদের নির্বাচিত করা হয়। মু’তামারে আবনা ও ফুযালা (জামিয়া দারুসসুন্নাহ গলমুকাপন)-এর আগামী তিন বছরের জন্য গঠিত পূর্ণাঙ্গ নতুন কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন:
* অভিভাবক: হযরত মাওলানা নাছির উদ্দীন (ভারপ্রাপ্ত মুহতামিম, জামিয়া দারুসসুন্নাহ)।
* উপদেষ্টা পরিষদ: শায়খুল হাদীস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী, শায়খুল হাদীস মাওলানা মোশাহিদ খান বুরুঙ্গী, শায়খুল হাদীস মাওলানা নাযির হোসাইন প্রথমপাশী, মাওলানা জিয়াউল ইসলাম কিয়ামপুরী, মাওলানা হাফিজ হামিদুর রহমান বৈটাখালী, হাফিজ মাওলানা আমিনুল ইসলাম গলমুকাপন পিরবাড়ী, শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন গোজাখাইরী, হাফিজ মাওলানা সালমান সাদী গলমুকাপন মোল্লাবাড়ী, হাফিজ মানসুর আহমদ তিলাপাড়ী।
* সভাপতি: শায়খুল হাদীস হাফিজ মাওলানা আশরাফ আলী খান কিয়ামপুরী।
* নির্বাহী সভাপতি: মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান সুনামগঞ্জী।
* সহ-সভাপতি: শায়খ আব্দুল বাসিত বৈটাখালী, মাওলানা শাহ আরিফ রাব্বানী পিরবাড়ী (গলমুকাপন), মুফতি আব্দুস সামাদ তিলাপাড়ী।
* সাধারণ সম্পাদক: হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির কামারগাওয়ী।
* সহ-সাধারণ সম্পাদক: মাওলানা সাইফুল আলম কিয়ামপুর, মাওলানা মইনুল ইসলাম মাশকুর গলমুকাপন।
* সাংগঠনিক সম্পাদক: মাওলানা শামীম আহমদ গলমুকাপন।
* সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা মইনুদ্দীন মোবারকপুর, মাওলানা গাজী আব্দুল বাতিন বিজু (বড় হাজিপুর), মওলানা মতিউর রহমান মাসুম জাকিরপুর, মাওলানা জুনাইদ আহমদ বালাগন্জ।
* প্রচার সম্পাদক: মাওলানা সুফিয়ান সওরী গলমুকাপন।
* সহ-প্রচার সম্পাদক: হাফিজ মাওলানা আফজাল আহমদ উসমানপুর, মাওলানা ইমরান আহমদ রুবেল গলমুকাপন।
* অর্থ সম্পাদক: মাওলানা সাইফুদ্দীন মাজমুন গলমুকাপন মাদ্রাসাবাড়ী।
* সহ-অর্থ সম্পাদক: মাওলানা জিল্লুর রহমান বৈটাখালী, জনাব মুজিবুর রহমান গলমুকাপন সারংবাড়ী।
* জনসেবা সম্পাদক: হাফিজ নেহাল খান বড় হাজিপুর।
* সাহিত্য- সম্পাদক: মাওলানা আবু সুফিয়ান তিলাপাড়া।
* সদস্য: মাওলানা ইমদাদুর রহমান ভাড়েরা, মাওলানা কাওসার আহমদ চৌধুরী – কামারগাও (নবীগন্জ), মাওলানা জাবির আল হামিদী নবীগঞ্জ।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহঃ-
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়:
* কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে মু’তামারে আবনা ও ফুযালার ইংল্যান্ড কমিটি গঠন করা হবে।
* সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হবে।
* প্রবাসের যেসব দেশে জামিয়ার সাবেক আবনা ও ফুযালা রয়েছেন, সেখানে কমিটি গঠন করা হবে।
এছাড়া, বার্ষিক চাঁদার বিষয়েও সিদ্ধান্ত ঘোষণা করা হয়:
* বাংলাদেশের আবনা ও ফুযালারা: ৳৫০০ টাকা
* মিডল ইস্টে বসবাসকারী আবনা ও ফুযালারা: ৳৫,০০০ টাকা
* ইউরোপের দেশগুলোতে বসবাসকারী আবনা ও ফুযালারা: ৳১০,০০০ টাকা
পরিশেষে, জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম এবং আজকের সভার সভাপতি মহোদয়ের হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সভার সফল সমাপ্তি ঘটে।
বার্তা প্রেরক
ইমরান আহমদ রুবেল
সহ প্রচার সম্পাদক
মু’তামারে আবনা ও ফুযালা