তানজিল হোসেনের কবিতা “পঞ্চাশে বাংলাদেশ” 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৩ ২০২১, ১৯:৩৭

আমি আজো রাস্তার মোড়ে তপ্ত দুপুরে মানুষকে শুয়ে থাকতে দেখি,

একটা শিশু তার মা ও

বাবার মাঝখানে ঘুমাচ্ছে!

শরীরে ছেঁড়া কাপড়, নিচে বস্তা আর গায়ে বেগুনি পাতলা একটা কম্বল,

এই জিনিসগুলো ছাড়া ওদের নেই কোন আর সম্বল!

এ কেমন বাংলাদেশ ?

খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য , শিক্ষা ও আশ্রয়-

পঞ্চাশের বাংলাদেশে,

এগুলো এখনো বা কেন ফারাক রয়!

এগুলো আমাদের ন্যায্য অধিকার।

পঞ্চাশে বাংলাদেশ—

এখনো হিংসার বৈষম্য,

কাটেনি পাকি অভ্যাস!

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই আবাস,

এমন তো হওয়ার কথা ছিলো না..?

অধিকারের কথা বলেই যাঁরা আপোষহীন লড়েছিলো,

আমরা কি সেই ত্রিশ লক্ষ শহীদদের স্বপ্ন পূরণ করেছি?

পঞ্চাশের বাংলাদেশে

জবাব চাই!

এখনো রাজনীতির বিভেদ-বৈষম্যে,

মানুষের প্রাণ ঝরে!

নয়তো পঙ্গু হয় অথবা কারাগারে কাটিয়ে দেয় বছরের পর বছর।

পঞ্চাশের বাংলাদেশে

এর থেকে মুক্তি চাই!!

            (অসমাপ্ত)